এসএসসি পরীক্ষা শুরু ৩০ এপ্রিল, রুটিন প্রকাশ

Image

নিজস্ব প্রতিবেদক,২০ ফেব্রুয়ারি ২০২৩: চলতি বছরের (২০২৩) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩০ এপ্রিল। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

জানা গেছে, এসএসসির লিখিত পরীক্ষা ২৩মে পর্যন্ত চলবে। আর ২৪ থেকে ৩০ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষা বোর্ড জানায়, লিখিত পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। প্রথমে বহুনির্বাচনী ও পরে রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। এছাড়া বহুনির্বাচনী ও রচনামূলক বা সৃজনশীলে আলাদা আলাদাভাবে পাস করতে হবে।

প্রসঙ্গত, প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে ২০২০ সাল থেকে করোনা মহামারির কারণে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়। ২০২০ সালে বিষয় ও নম্বর কমিয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছিল।

ssc routine

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।