নিজস্ব প্রতিবেদক,২৫ এপ্রিল ২০২৩: আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
আগামী ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরতেই মূলত আজ সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে
দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠানে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভাও আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ দিন বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন, এ সভা শেষে দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী।