এসএসসি ও এইচএসসির নতুন সিলেবাস প্রকাশ

Image

ডেস্ক,১৯ ফেব্রুয়ারি ২০২২ঃ
২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে। আর এইচএসসি পরীক্ষা নেয়া হবে আগস্ট মাসে। এটি নিশ্চিত করেছে ঢাকা শিক্ষাবোর্ড। তবে চলতি বছর দুটি পাবলিক পরীক্ষায় বাংলা ২য় পত্র ও ইংরেজি প্রথম ও ২য় পত্রের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার।

পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অনুরোধ করা হয়েছে।

সূত্র জানায়, এর আগে ৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই বিষয়ের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়।

নতুন পুনর্বিন্যাসে বাংলা দ্বিতীয়পত্রের ব্যাকরণ থেকে ১৫ নম্বর থাকবে। আর নির্মিতি হিসেবে থাকবে ৩৫ নম্বর। এছাড়াও ইংরেজি প্রথম পত্রে থাকছে ৫০ নম্বর। একই নম্বরে পরীক্ষা হবে ইংরেজি দ্বিতীয় পত্রও।

নতুন সিলেবাসে কি কি আছে দেখতে ক্লিক করুন

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।