এসএসসির গণিত পরীক্ষায় প্রোগ্রামেবল ক্যালকুলেটর নয়

Image

বরাবরের মতো এবারো এসএসসির গণিত পরীক্ষায় প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না পরীক্ষার্থীরা। এ পরীক্ষায় নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে, গণিত পরীক্ষায় P বা Programmable লেবেল সম্বলিত সায়েন্টেফিক ক্যালকুলেটর পরীক্ষার্থীদের ব্যবহার করতে দেয়া হবে না। আগামী রোববার এসএসসির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার  এসব তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকদের মোর্চা আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্ববায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।

তিনি দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানান, পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীরা প্রয়োজনে সায়েন্টেফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে সায়েন্টেফিক ক্যালকুলেটরটি নন-প্রোগ্রামেবল হতে হবে। অর্থাৎ যে সায়েন্টেফিক ক্যালকুলেটরে P বা Programmable লেখা সেটা ব্যবহার করা যাবে না। প্রতিবারের মতো এবারও কেন্দ্রসচিবদের বোর্ডগুলোর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

আগামী রোববার সারাদেশের সাধারণ ধারার এসএসসি পরীক্ষার্থীরা বসবেন গণিত পরীক্ষায়। দেশের ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ১৭ হাজার ৭৯১টি স্কুলের ১৬ লাখের বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অন্যান্য বছরগুলোতেও এসএসসির গণিত পরীক্ষায় প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়া হয়নি পরীক্ষার্থীদের।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।