নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই, ২০২০
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব বোনাসের সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষকদের ২০২০ খ্রিষ্টাব্দের ঈদুল আজহার উৎসব ভাতা দেয়ার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল। সে প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এখন অধিদপ্তর থেকে বোনাসের চেক ব্যাংকগুলোতে পাঠানো হবে।
জানা গেছে, আগামী ১ আগস্ট সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা।