এমপিও আপিল কমিটির সভা ২৮ ফেব্রুয়ারি

Image

নিজস্ব প্রতিবেদক,২০ ফেব্রুয়ারী ২০২৩: আগামী ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের এমপিও আপিল বা পুনর্বিবেচনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর দুইটা বাংলাদেশে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের শুনানি গ্রহণ করা হবে।

সোমবার এসব তথ্য জানিয়ে নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে জানালেন এনটিআরসিএ

জানা গেছে, এমপিও আপিল বা পুনর্বিবেচনা কমিটির সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ। সভায় শিক্ষক-কর্মচারীদের বাতিল বা স্থগিত হয়ে যাওয়া এমপিওর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। স্কুল ও কলেজের যেসব শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, বকেয়া, এমপিও বন্ধ করা ও বন্ধ হওয়া এমপিও ছাড় করার বিষয়ে সিদ্ধান্ত নেয় এমপিওর আপিল কমিটি।

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও, নিয়োগসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের শুনানি গ্রহণ করা হবে।

39 page 0001

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।