নিজস্ব প্রতিবেদক,২৫ এপ্রিল ২০২৩: বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরো ৪৪ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তারা এসএসসি বিএম, এসএসসি ভোকেশনাল ও কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে আদেশ জারি করা হয়েছে।
আরো পড়ুন: এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া নতুন শিক্ষক-কর্মচারীদের এমপিও ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। এছাড়া ২০১৯ খ্রিষ্টাব্দে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও এমপিওভুক্ত হয়েছেন। ২০১৯ খ্রিষ্টাব্দে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ওই বছরের জুলাই থেকে কার্যকর হবে। এমপিও অনুমোদন কমিটির ২৪ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
২০২০ খ্রিষ্টাব্দে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১৭ এপ্রিল তারিখে জারি করা আদেশটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।