এমপিওভুক্ত শিক্ষকরা অনশনে, প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহারের দাবি

Image

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার–এর বক্তব্যের প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষকরা তার মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন চলাকালে শিক্ষকরা এ দাবি জানান।

এর আগে সকালে উপ প্রেসসচিব তার ফেসবুক পোস্টে শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করলেও একই পোস্টে তিনি মন্তব্য করেন যে, “বছরের পর বছর রাজনৈতিক বিবেচনায় ও তদবিরের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে, ছাত্র–শিক্ষক থাকুক বা না থাকুক।”

এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট–এর সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “শিক্ষকরা ঘুষের মাধ্যমে এমপিও হয়েছেন বলে উপ প্রেসসচিব যে বক্তব্য দিয়েছেন,
আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তা প্রত্যাহারের আহ্বান করছি।”

বেতন বৃদ্ধি ও তিন দফা দাবিতে অনশন

বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে এমপিও শিক্ষকরা কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন।
এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করেন।

সেখান থেকে তারা শনিবার রাজপথে কালো পতাকা মিছিল এবং রোববার সারাদেশ থেকে ৬ লাখ শিক্ষক–কর্মচারীর বড় জমায়েতের ঘোষণা দেন।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে লাগাতার কর্মবিরতি চলবে।”

সরকারের সঙ্গে বৈঠকেও সমাধান হয়নি

এর আগে বৃহস্পতিবার আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার–এর সঙ্গে বৈঠক করলেও কোনো সমঝোতা হয়নি। দিনভর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন।

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন এবং তিন দফা দাবিতে নতুন আন্দোলন শুরু করেন।

লাঠিচার্জ ও অবরোধের পর শহীদ মিনারে অবস্থান

১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনে পুলিশের লাঠিচার্জের পর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। সেখান থেকেই তারা ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছেন।

১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন। তবে রাজনৈতিক নেতাদের পরামর্শে বৃহস্পতিবার যমুনার দিকে পদযাত্রা স্থগিত করেন।

‘সাড়া না পেলে মৃত্যুবরণ পর্যন্ত অনশন’

দেলোয়ার হোসেন আজিজী বলেন, “যদি সরকারের কোনো সাড়া না আসে, তাহলে আমরা এখানেই আমরণ অনশনে মৃত্যুবরণ করব।
আগামী রোববার থেকে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।”

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।