এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালুর দাবি

Image

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ।

শুক্রবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলায় এম এ সাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত ‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়’ সভায় এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

আরো পড়ুন: নতুন করে ৭৯ বিদ্যালয় পেল স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি

সংগঠনের কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মো. আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি নৃপেন চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল।

অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানরা কয়েকদফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের অবসরগ্রহণের বয়সসীমা ৬২ বছর করা, শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি বৈষম্য দূর করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের যথাক্রমে ষষ্ঠ গ্রেড এবং সপ্তম গ্রেডে বেতন দেয়া, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের চাকরি জীবনে দুটি উচ্চতর স্কেল দেয়ার সুস্পষ্ট ঘোষণা, এমপিওভুক্ত পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়া, শিক্ষকদের ঐচ্ছিক বদলি ব্যবস্থা চালু করা এবং মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।