এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতনের চেক ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক চিঠির মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, এমপিওর ১২টি চেক ব্যাংকে পাঠানো হয়েছে। এর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০১৬/৯২৩৭ হিসাব, তারিখ ০২/০৮/২০১৬ ইং। আগামী ৯ আগস্ট পর্যন্ত শিক্ষকরা বেতন-ভাতা তুলতে পারবেন।

নতুন স্কেলে বর্ধিত বাড়ি-ভাড়া ও চিকিৎসা ভাতাও দেয়া হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।