এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন সপ্তম দিনে, বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে কর্মসূচি অব্যাহত

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন শহীদ মিনারে

ঢাকা, ১৮ অক্টোবর: মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শনিবার সকালে শতাধিক শিক্ষককে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে। দুপুরে তারা কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন।

দেলোয়ার হোসেন আজিজীর আহ্বান

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ফেসবুক পোস্টে জানান—

“সবাই কালো পতাকা নিয়ে আসুন। দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে।”

শিক্ষকরা সেখানে স্লোগান দেন — “নেবো না ৫০০ টাকা”, “২০ শতাংশ বাড়ি ভাড়া দিতে হবে”, “বাংলার শিক্ষক এক হও”, “শিক্ষকদের সঙ্গে প্রহসন মানি না” ইত্যাদি।

পদযাত্রা থেকে শাহবাগ অবরোধ

গত বৃহস্পতিবার যমুনা অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী শহীদ মিনারে জড়ো হন। এর আগে বুধবার তারা তিন ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। বিকেল ৫টার পর তারা পুনরায় শহীদ মিনারে অবস্থান নেন।

আজিজী বলেন, “সরকার যদি দ্রুত দাবি না মানে, তাহলে শিক্ষকরা অনশন কর্মসূচি শুরু করবেন।”

শিক্ষকদের তিন দফা দাবি

  • মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা প্রদান
  • চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা করা
  • উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা

আজিজী আরও বলেন, “অধিকার নিয়ে গড়িমসি অনেক হয়েছে। এখনই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।”

পুলিশি হামলা ও কর্মবিরতি

রোববার থেকে শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে। প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে গেলে পুলিশের জলকামান ও লাঠিচার্জের মুখে পড়েন তারা।

এর প্রতিবাদে সোমবার থেকে শুরু হয় সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি। মঙ্গলবার সচিবালয়ের দিকে পদযাত্রা করলে তা হাইকোর্টের মাজার ফটকের সামনে আটকানো হয়।

সরকারের পূর্ববর্তী ঘোষণা

৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্তদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। কিন্তু ৫ অক্টোবর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় দুই থেকে তিন হাজার টাকায় বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেলে বেতন পান, সাথে ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ১,৫০০ টাকা বাড়িভাড়া ভাতা পেয়ে থাকেন। উৎসব ভাতা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।