ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সঙ্গে সুর মিলিয়ে এবার মাঠে নামছেন দেশের ৩০৬টি সরকারি কলেজের শিক্ষকরা।
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের প্রতিবাদে এবং অধ্যাপকদের বিদ্যমান বৈষম্যমূলক বেতন স্কেল আপগ্রেডেশনের দাবিতে আজ বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
সারাদেশের সরকারি কলেজ, সব শিক্ষা বোর্ড ও শিক্ষা সংশ্লিষ্ট অফিসে এ কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষা সমিতি।
আজ কলেজে নিয়মিত কোনো ক্লাস-পরীক্ষা নেওয়া হবে না। অথচ আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ও মাস্টার্সের পরীক্ষা রয়েছে। সরকারি কলেজগুলো এসব পরীক্ষা না নেওয়ায় বন্ধ রাখতে হবে বেসরকারি কলেজের পরীক্ষাও। এছাড়া সরকারি কলেজের প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর অনেকের আজ আন্তপরীক্ষা রয়েছে। ফলে বিপাকে রয়েছে এসব শিক্ষার্থী।