এনসিটিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম

অধ্যাপক ফরহাদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
পাঠ্যপুস্তক বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন প্রফেসর মো. ফরহাদুল ইসলাম। তিনি বিখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার চাচা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

আরো পড়ুনঃ উদারভাবে খাতা দেখা, ইংরেজি পরীক্ষা না হওয়ায় রেকর্ড পাসের নেপথ্যে

ত্রয়োদশ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ফরহাদুল ইসলাম এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) পদে ছিলেন। এছাড়া সদস্য(অর্থ)পদটি শূন্য থাকায় ওই পদেও রুটিন দায়িত্বে রয়েছেন।

গত ৩০ ডিসেম্বর থেকে চেয়ারম্যান পদটি খালি রয়েছে। এই পদের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের বেশ কয়েকজন অধ্যাপক।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি অনেকাংশে স্বায়ত্তশাসিত। পাঠ্যবই ছাপা, বিতরণ, কারিকুলাম ও সিলেবাসসহ বই সংক্রান্ত সব বিষয় দেখার দায়িত্ব তাদের। চেয়াম্যান, সদস্য, সচিবসহ বড় সব পদগুলোতে শিক্ষা ক্যাডার থেকে প্রেষণে আসেন। আর স্থায়ী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন কয়েকশ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।