বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান মফিজুর রহমান এবং সচিব এ এম এম রিজওয়ানুল হক যোগদান করেছেন।
রোববার তারা এনটিআরসিএর কার্যালয়ে কর্মকর্তা -কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে অফিস শুরু করেছেন। এনটিআরসিএ সূত্র দৈনিক শিক্ষা বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাদেরকে এনটিআরসিএর চেয়ারম্যান এবং সচিব হিসেবে নিয়োগ দেয়।
জানা যায়, এর আগে এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মোহাম্মাদ মফিজুর রহমান জাতীয় রাজস্ব বোর্ড প্রশাসনের সদস্য ছিলেন। তিনি সাবেক চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমের স্থলাভিষিক্ত হয়েছেন।
নতুন সচিব এ এমএম রিজওয়ানুল হক এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি এনটিআরসিএর সাবেক সচিব মো. ওবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ। ২০০৫ খ্রিষ্টাব্দের যাত্রা শুরুর সময় শুধু প্রাক-যোগ্যতা নির্ধারনী সনদ দেওয়া হতো সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করতে পারতেন। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেওয়া পরীক্ষাই ছিলো চূড়ান্ত।