এখন থেকে প্রশিক্ষকরাও খাবার ভাতা পাবেন

ডেস্ক,৬ফেব্রুয়ারীঃ

ইউআরসিতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণের জন্য ডিপিপির প্রশিক্ষণ ব্যয় বিভাজনসমূহের খাবার ভাতা সংশ্লিষ্ট সারিতে প্রশিক্ষনার্থীদের সাথে কোর্স কো-অর্ডিনেটর ১জন প্রশিক্ষক ২জন সহায়ক কর্মচারি ২জনকে অন্তভুক্তকরণের নিমিত্তে উল্লেখিত ব্যক্তি সংখ্যা ৩০ স্থলে ৩৫ হিসাবে সংশোধন করার অনুমতি পাওয়া গেছে।

ফলে এখন থেকে প্রশিক্ষকরাও খাবার ভাতা পাবেন।FB IMG 1580998583569

উক্ত অনুমিতর প্রেক্ষিতে বিষয়ভিত্তিক কোর ( বাংলা, ইংরেজি. গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিষয় ভিত্তিক নন কোর শারীরিক শিক্ষা, সংগীত এবং চারুও কারু-কলা) প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগ থেকে প্রেরিতপত্রের সাথে সংযুক্ত ব্যয় বিভাজন সংশোধনপূর্বক প্রশিক্ষার্থীদের সাথে কোর্স কো-অর্ডিনেটর ১জন ,১জন প্রশিক্ষক ২জন, সহায়ক কর্মচারি ২ জনকে অন্তর্ভুক্ত করে ৩০ এর স্থলে ৩৫ করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।