একাদশ শ্রেণিতে রেজিষ্ট্রেশনের সময় বাড়ল

Image

একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করতে পারবেন।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং  ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: একাদশের রেজিস্ট্রেশন শুরু ২৯ অক্টোবর

বিজ্ঞপ্তিতে ২০ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশন এর সব কাজ শেষ করতে কলেজগুলোকে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারলে পরবর্তী জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) কলেজ লগইন প্যানেলে ঢুকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্যানেলে লগইন করতে হবে কলেজ ৯ মাদরাসাগুলোকে।

অনলাইনে আবেদন ও ভর্তি শেষে গত ৮ অক্টোবর থেকে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।