কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিতে ৩য় ধাপে যে সব শিক্ষার্থীরা নিশ্চায়ন করেছিলেন কিন্তু ভর্তি হতে পারেননি এবং সংশ্লিষ্ট কলেজ থেকে ভর্তি বাতিল না করা সাপেক্ষে তারা ৪র্থ ধাপে ভর্তি হতে পারবেন। এ ছাড়াও কলেজের সঙ্গে যোগাযোগ না করায় যাদের ভর্তি বাতিল হয়েছে তারাও এবার সুযোগ পাচ্ছেন এবং আগের ধাপে ইচ্ছাকৃত ভর্তি না হলে সেই আবেদন বাতিল করে ফের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
এ ছাড়াও চতুর্থ ধাপের ভর্তি সংক্রান্ত আরো কয়েকটি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। গতকাল মঙ্গলবার এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
তাতে বলা হয়েছে, যে সব শিক্ষার্থী ৩য় পর্যায়ে নিশ্চায়ন করেছিলেন কিন্তু কোনো কারণে কলেজে ভর্তি সম্পন্ন করতে পারেনি এবং সংশ্লিষ্ট কলেজ তাদের ভর্তি বাতিল করেনি, তারা যদি নির্বাচিত কলেজে ভর্তি হতে ইচ্ছুক থাকে তাহলে ৪র্থ পর্যায়ে কলেজে ভর্তির নির্ধারিত তারিখে কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন।
৩য় পর্যায়ে নিশ্চায়ন করা শিক্ষার্থী ভর্তির জন্য কলেজের সঙ্গে যোগাযোগ না করায় প্রতিষ্ঠান যদি তাদের ভর্তি বাতিল করে থাকে তাহলে সে সব শিক্ষার্থী ৪র্থ পর্যায়ে সরাসরি আবেদন করতে পারবেন।
অন্যদিকে যে সব শিক্ষার্থী তৃতীয় পর্যায় পর্যন্ত নিশ্চায়ন থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ভর্তি হননি অথবা ভর্তি সম্পন্ন করেও চতুর্থ পর্যায়ে আবেদন করতে ইচ্ছুক সে সব শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করে তাদের নিশ্চায়ন বা আবেদন/ভর্তি বাতিল করতে হবে। অতঃপর তারা ৪র্থ পর্যায়ে আবেদন করতে পারবেন।