নিজস্ব প্রতিবেদক | ২১ এপ্রিল, ২০১৯
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০১৯ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ বিভাগ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির এ নীতিমালার জারি করা হয়।
নীতিমালা অনুযায়ী, আগামী ১২ মে থেকে প্রথম পর্যায়ে ভর্তির জন্য অনলাইনে ও এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে। ১০ জুন প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তির ফল প্রকাশ করা হবে। আর ১৯ ও ২০ জুন ২য় পর্যায়ের আবেদন এবং ২৪ জুন ৩য় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আগামী ১ জুলাই একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
একাদশে ভর্তির নীতিমালা জারি, আবেদন শুরু ১২ মে
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Save my name, email, and website in this browser for the next time I comment.
Dainik Shikkhabarta