এবারও নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি সুযোগ পেয়েছেন ১৪ শিক্ষার্থী। এর আগে এ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন ৩৫ জন।
গতকাল সোমবার রাতে বুয়েট ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে তাদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহম্মেদ ফারুকী।
এর আগেও ২০২১-২২ শিক্ষাবর্ষে ওই প্রতিষ্ঠান থেকে ১৬ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ হয়েছিল বুয়েটে।
আরো পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ায় আনন্দ বিরাজ করছে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
সাদেকুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, ‘প্রতিষ্ঠানটি আমাদের জন্য গর্বের। শুধু এবারই নয়, প্রতিবছরেই এখান থেকে ভালো ফলাফল আসে। আমার মেয়েও মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছে এই কলেজ থেকে পড়ে। এখানে সন্তান পাঠিয়ে আমরা নিশ্চিন্তে থাকি।’
অভিভাবক তাসলিমা খাতুন বলেন, ‘আমার ভাগিনা এবার বুয়েটে চান্স পেয়েছে। আমার মেয়েও পড়ে এই কলেজে। আমরা অত্যন্ত খুশি। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমাদের মুখে হাসি।’
শিক্ষক জাকির হোসেন বলেন, ‘১৪ জন শিক্ষার্থী বুয়েটে ভর্তি সুযোগ পেয়েছে। গতবছর ১৬ জন ভর্তি হয়েছিল। শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা আনন্দিত।’
সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকী বলেন, ‘শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। এ মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। তারা আগামীতে ভর্তিযুদ্ধে টিকে ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাবে বলেছিলাম। তারা সেটি বাস্তবায়ন করেছে।’
প্রতিবছর অভাবনীয় ফলাফলের কারণে গতবছর প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।