এইচএসসি-সমমান প্রথম দিনে ৪৪ পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | ০৬ নভেম্বর, ২০২২:

এইচএসসির ও সমমান পরীক্ষা শুরুর প্রথমদিনে রোববার সারাদেশে ৪৪ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তাদের ১৫ জনই আলিমের কুরআন মাজিদ পরীক্ষা দিচ্ছিলেন। অবশিষ্টদের মধ্যে ছয় জন এইচএসসির বাংলা ১ম পত্রের ও ২৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের বিএম-বিএমটি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের বাংলা-২ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন। এছাড়া প্রথম দিনে এইচএসসি ও সমমানে ২৩ হাজার ৪৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জানা গেছে, রোববার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নয়টি সাধারণ বোর্ডের অধীনে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৯ লাখ ৫৮ হাজার ৯৫১ জন পরীক্ষার্থীর বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৪৩ হাজার ৬৯৬ জন। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ২৫৫ জন।

জানা গেছে, ঢাকা বোর্ডের ৩ হাজার ৫০৯ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৩৫৬ জন, রাজশাহী বোর্ডের ২ হাজার ১৫৮ জন, বরিশাল বোর্ডের ৯৬৭ জন, সিলেট বোর্ডের ৯৬৮ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৮১৮ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৭৬২ জন, ময়মনসিংহ বোর্ডের ৮১৩ জন এবং যশোর বোর্ডের ১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিনের পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ৫ জন পরীক্ষার্থী ও বরিশাল বোর্ডের ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, আলিমের কুরআন মাজিদ পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৯৯ জন পরীক্ষার্থী। নরসিংদী জেলায় ২ জন, জামালপুরে ২ জন, রাজশাহীতে ১ জন, নওগাঁয় ১ জন, পাবনায় ১ জন, দিনাজপুরে ১ জন, খুলনায় ১ জন, পটুয়াখালীতে ৫ জন ও কক্সবাজার জেলায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, ৬৭২টি কেন্দ্রে ১ লাখ ২৩ হাজার ৭১ জন পরীক্ষার্থীর এইচএসসির বিএম-বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের বাংলা-২ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজারা ৩৭৮ জন পরীক্ষার্থী। ২৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।