এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা বলবৎ থাকবে: শিক্ষা উপদেষ্টা

Image

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, পরীক্ষা বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দেয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবৎ থাকবে।

স্থগিত পরীক্ষা বাতিল হয়েছে, কিছু জায়গায় সেটা আবার নেয়ার দাবি উঠেছে। আবার পরীক্ষা নেয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ কথা বলেন।

আরো পড়ুন: এইচএসসি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান নটর ডেম শিক্ষার্থীদের, আন্দোলনের ডাক

বুধবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরো বলেন, এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফলাফল কীভাবে দেয়া হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করবেন। এরপর তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।