নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
এইচএসসি ২০১৯ খ্রিস্টাব্দের পরীক্ষা আগামী ১ এপ্রিল শুরু হতে যাচ্ছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) পরীক্ষার সময় সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।
সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে । এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে গিয়ে আসন গ্রহণ করতে হবে।