এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

শিক্ষাবার্তা

নিজস্ব প্রতিবেদক,৯ সেপ্টেম্বর:
২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রের আওতাধীন কলেজগুলোর তালিকা প্রকাশ করা হয়।

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি সরকার। পরে শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেয় সরকার।
তবে চলতি বছর সরাসরি পরীক্ষা নেওয়ার কথা বলে আসছে সরকার। আগামী ডিসেম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সম্ভাব্য পরিকল্পনাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক ও উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পরীক্ষার কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

পরীক্ষাকেন্দ্রের কলেজ প্রধান বা জ্যেষ্ঠ কোন অধ্যাপক ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।