এইচএসসি চলাকালিন কড়া নজরদারিতে ফেসবুক ও কোচিং সেন্টার

এস কে দাস: এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালিন ফেসবুক ও কোচিং সেন্টারগুলো কড়া নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রের আশেপাশের সকল ফটোকপি মেশিন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। নির্বাচনের জন্য আগামী ২৬ থেকে ২৮ এপ্রিলের পরীক্ষাগুলো স্থগিত রাখা হবে বলেও জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে রবিবার শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০১৫ সম্পর্কিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, এবার বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের কারনে এসএসসি ও সমমানের পরীক্ষা একটিও রুটিনমাফিক নেয়া সম্ভব হয়নি। এটি পাবলিক পরীক্ষার ইতিহাসে একটি নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে। তবে আমরা এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো রুটিনমাফিক নেবো। এর কোনো ব্যcentre-400x242ত্যয় হবে না। তিনি সারাদেশে হরতাল-অবরোধের মধ্যে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করায় আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এ পরীক্ষা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণে দেশের সকল জনগণের প্রতি সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় আইনশঙ্খলা সংস্থাগুলোর সদস্যরা এসএসসি পরীক্ষার মতো এইচএসসি ও সমমানের পরীক্ষাও সুষ্ঠুভাবে গ্রহণের দৃঢ় আস্থা প্রকাশ করেন। কোচিং সেন্টার, ফেসবুক, ফটোকপি মেশিনসহ সবকিছুই কঠোর নজরদারিতে রাখা হবে। এ লক্ষ্যে আগামী কাল সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবুবকর সিদ্দিকসহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যারম্যানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেবিনেট বিভাগ, তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর প্রতিনিধি, মূদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মাঞ্জুর”ল ইসলাম, বিটিইবি’র চেয়ারম্যান ড. মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপস্) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবি’র অতি: পুলিশ কমিশনার শেখ মুহাম্মদ মাসুদ হাসান, সিটিএসবি’র এসএস মোহাম্মদ আজাদ মিয়া, র‌্যাব সদর দপ্তরের উপপরিচালক(অপস্) মেজর ইবনে মঞ্জুরুল খালিদ, পুলিশ সদর দপ্তরের অতি: এসপি মুহাম্মদ উল্যা, সিআইডি’র অতি: ডিআইজি মো: মোখলেছুর রহমান, এডিসি (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ তারেক বিন রশিদ, ডিএমপি’র ডিসি-ডিবি শেখ নাজমুল আলম প্রমুখ উপস্তিত ছিলেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।