এইচএসসির ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং যেভাবে হতে পারে

Image

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা বাতিল ঘোষণার পর থেকেই কীভাবে ফল তৈরি করা হবে তা নিয়ে চলছে আলোচনা। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিগগিরিই কাজ শুরু করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফল কীভাবে প্রকাশ করা হবে তা জানতে দেশের একাধিক শিক্ষা বোর্ড প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলেছে । তারা বলছেন, সাবজেক্ট ম্যাপিং করেই ফলাফল তৈরির সম্ভাবনা বেশি। কীভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে সেটি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির সুপারিশের আলোকে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরো পড়ুন: এইচএসসি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান নটর ডেম শিক্ষার্থীদের, আন্দোলনের ডাক

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, করোনাকালীন সময়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়েছিল। এবারও হয়তো সেভাবেই ফল প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। নতুন করে একটি কমিটি গঠন করে সেই কমিটির সুপারিশের আলোকে ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আরেকটি সূত্র জানিয়েছে, এইচএসসির যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলো ধরে বাকি পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে। আবার  উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফল অনুসরণ করেও সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, পরীক্ষা বাতিল করা হয়েছে। এখন ফলাফল কীভাবে প্রকাশ করা হবে সেটি নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের একটু ধৈর্য ধারণের আহবানও জানিয়েছে ঢাকা বোর্ড প্রধান।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।