ডেস্ক,২৫ জুন:
এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে, চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। শুক্রবার (২৫ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি (২০ জুন স্বাক্ষরিত) প্রকাশ করা হয়েছে।
লকডাউনের কারণে এর আগেও ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ওই সময় বলা হয়েছিল, কোভিড-১৯ অতিমারির কারণে নির্বাচনি পরীক্ষা ছাড়াই ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবে। তখন ৭ এপ্রিল পর্যন্ত ফরম পূরণের নির্ধারিত সময় ছিল। এরপর সময় বাড়ানোর বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, কবে নাগাদ ফরম পূরণ শুরু করে তা পরে জানিয়ে দেওয়া হবে। আজ ঢাকা শিক্ষা বোর্ড ফরম পূরণের নতুন সময় প্রকাশ করলো।