এইচএসসির প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের ৪ পরিপত্র

নিজস্ব প্রতিবেদক | :
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমান পরীক্ষার প্রশ্নফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয়  চারটি পরিপত্র জারি করেছে।
বুধবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ বিভাগের উপসচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত পৃথক চারটি পরিপত্রে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময়সীমা, মোবাইল ফোন বা ইলেকৈট্রনিক ডিভাইস ব্যবহারে বিধিনিষেধ,প্রশ্নপত্র ট্রেজারী,থানা,ব্যাংকের নিরাপত্তা হেফাজত থেকে গ্রহণ ও কেন্দ্রে পরিবহন এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।