এইচএসসির টেস্ট পরীক্ষা শুরু ৩০ মে

Image

ডেস্ক,২ এপ্রিল ২০২৩: ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী ৩০ মে থেকে শুরু হবে। ২১ জুন পর্যন্ত এ পরীক্ষা চলবে। এসময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা দিতে কলেজগুলোর অধ্যক্ষদের বলেছে শিক্ষা বোর্ডগুলো। কলেজগুলোকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আগামী ৩০ এপ্রিল থেকে এইচএসসির টেস্ট পরীক্ষা শুরুর কথা ছিলো। তা এক মাস পিছিয়ে দেয়া হলো।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার কার্যক্রম ৩০ মে শুরু করে ২১ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা পেতে কলেজগুলোর অধ্যক্ষদের বলা হয়েছে আদেশে।

গত ডিসেম্বরে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা কলেজের ছুটির তালিকায় বলা ছিলো, ৩০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, টেস্ট পরীক্ষা শুরুর সময় এক মাস পেছালো শিক্ষা বোর্ডগুলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।