এইচএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, জেনে নিন কীভাবে

Image

শিক্ষা ডেস্ক | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি, তাদের জন্য ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ রেখেছে দেশের সব শিক্ষা বোর্ড। তবে এবার বদলে গেছে আবেদন করার নিয়ম।

আগে টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হতো।ফিরতি এসএমএসে আবেদন ফি ও পিন নম্বর জানিয়ে অর্থ কেটে নেওয়া হতো। কিন্তু এবার সেই পদ্ধতি বাতিল করে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন নিয়মে আবেদন যেভাবে করবেন

নতুন নিয়মে শিক্ষার্থীদের সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
https://rescrutiny.eduboardresults.gov.bd/
এ প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড নির্বাচন করতে হবে। এরপর Submit বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল দেখা যাবে।
মোবাইল নম্বর দিয়ে নিশ্চিত করলে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে সেই নম্বরে এসএমএস পাঠানো হবে।

ফি পরিশোধের নিয়ম

এক বা একাধিক বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে “ফি প্রদান করুন” বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারিত হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের (যেমন বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র) ক্ষেত্রে উভয় পত্রেই আবেদন করতে হবে।

ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, রকেট, সোনালি সেবাটেলিটক সিমের মাধ্যমে।
ফি প্রদানের বিস্তারিত ধাপগুলো জানতে শিক্ষার্থীরা পোর্টালের “Help” সেকশন থেকে নির্দেশনা নিতে পারবেন।

আবেদন জমা ও পরিবর্তনের নিয়ম

ফি প্রদান শেষে “জমা দিন” বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে। পরবর্তীতে অতিরিক্ত বিষয় যুক্ত করতে চাইলে পুনরায় আবেদন করা যাবে। তবে নতুন মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

যদি ফি দেওয়ার আগেই আবেদন পরিবর্তন করতে চান, তবে “মুছে ফেলুন” বাটনে ক্লিক করে সংশোধন করা যাবে।
তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে কোনো আবেদন আর বাতিল করা যাবে না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।