উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবির ভিডিও ভাইরাল

উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা

উপজেলা শিক্ষা কর্মকর্তার আঞ্জুমান আরা বেগমের কাছে চাঁদা দাবি করেছেন সহকারী শিক্ষক জাকির হোসেন ও আজাহারুল ইসলাম। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এ ঘটনায় অভিযুক্ত ২ শিক্ষক মুচলেকা দেওয়ায় ঘটনাটি নিয়ে উপজেলা প্রশাসনের ভেতরে-বাইরে আলোচনা হচ্ছে।

শুক্রবার (২৮ জুন) চাঁদা দাবির ঘটনার একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এর আগে বুধবার (২৬ জুন) বিকালে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক সমঝোতা বৈঠকে এই মুচলেকা দেয় অভিযুক্তরা। এনিয়ে উপজেলা প্রশাসনের ভেতরে বাইরেও মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তার আঞ্জুমান আরা বেগম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। তবে ঘটনাটি সামাধান হয়ে গেছে। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মুচলেকা দিয়েছেন।

আরো পড়ুন: প্রাথমিকের সব শিক্ষক পাচ্ছেন সহকারী শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের সুযোগ:হচ্ছে মামলা

এর আগে ২৫ জুন উপজেলা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিজ্ঞান বিষয়ক ৬ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা চলাকালে শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সহকারী শিক্ষক জাকির হোসেন ও আজহারুল ইসলাম। এ সময় তারা আঞ্জুমান আরা বেগমকে বলেন, ‘জুন ক্লোজিং চলছে আমাদের দুই লাখ টাকা চাঁদা দিতে হবে।’

এরপর ঘটনাটি জানাজানি হলে ২৬ জুন উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সহকারী শিক্ষক জাকির হোসেন ও আজহারুল ইসলামসহ আরও অনেকেই সমঝোতা বৈঠকে বসে তারা চাঁদা দাবির সত্যতা স্বীকার করেন। এ সময় তারা উপস্থিত সকলের সামনে মুচলেকা দিয়ে বেরিয়ে যান।

জানতে চাইলে মুচলেকা দেওয়ার সত্যতা স্বীকার করেছেন সহকারী শিক্ষক জাকির হোসেন ও আজহারুল ইসলাম। এ সময় তারা বলেন, ‘ঘটনাটি সমাধান হয়ে গেছে।’

তবে এ ঘটনায় কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়। তিনি বলেন, ‘অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।