উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তুত ‘আইসোলেশন রুম’

Image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে র্দীঘ ১৮ মাস বন্ধের পর স্কুল-কলেজ খুলেছে আজ। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ‘আইসোলেশন রুম’ প্রস্তুত করে রেখেছে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

সরেজমিনে দেখা যায়, স্কুলের নিচতলার একটি রুমের দরজার সামনে লেখা ‘আইসোলেশন রুম’। দরজা খুলেই দেখা যায়, একপাশে একটি বেড রাখা। অন্য পাশে একটি টেবিল ও চেয়ার রাখা, যেখানে বসবেন চিকিৎসক। এছাড়া অসুস্থ হলে আনা-নেওয়ার জন্য রয়েছে হুইলচেয়ার।

বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বলেন, শিক্ষার্থীদের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। তারপরও কোনো শিক্ষার্থী যদি অসুস্থতাবোধ করে তাদের দ্রুত আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা হিসেবে আলাদা রুমে বেড স্থাপন করেছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে তার জন্য গেটে প্রবেশ করা থেকে শুরু করে স্কুল থেকে বের হওয়া পর্যন্ত, বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।