নিজস্ব প্রতিবেদক,৫ ডিসেম্বর:
এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৩০ জন শিক্ষক উচ্চতর স্কেল পাচ্ছেন। এমপিও অনুমোদন কমিটিতে উত্থাপনের জন্য এসব শিক্ষকের আবেদন সুপারিশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে।
|আরো খবর
পদোন্নতি পাচ্ছেন ৬ হাজার শিক্ষক
জানা গেছে, গত ২৬ নভেম্বর এমপিও বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষকের আবেদন এমপিও অনুমোদন কমিটিতে উত্থাপনের সুপারিশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। তাদের সনদগুলোর প্রাথমিক যাচাই হলেও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে সনদ যাচাই না থাকায় প্রতিবেদন পাওয়ার পর তা সুপারিশ যোগ্য বলে এমপিও অনুমোদন কমিটির সভায় উত্থাপন করা হবে।