ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ধ্বংস না করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি

Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের অধীন নয়টি ভবন নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এসব ভবন নির্মাণে প্রায় দেড় হাজার গাছ কাটা হবে।

ফলে একদিকে যেমন ক্যাম্পাসের সৌন্দর্য হারাবে অন্যদিকে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়বে বলে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা মনে করেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি ও বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন। এছাড়া দুই দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক বলেন, মেগা প্রজেক্টের প্ল্যানিং পরিকল্পিতভাবে করা হলে এতো সংখ্যক গাছ কাটা পড়তো না। দুর্বল ও ত্রুটিপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রশাসন মূলত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বনায়ন ধ্বংস করার পাঁয়তারা করছে।

অন্যদিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ২৬ হাজার গাছ লাগানো হয়েছে। আরও চার হাজার গাছ লাগানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত বনায়ন গড়ে তুলতে একটি মেগা প্রকল্প গ্রহণ করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।