ইবি শিক্ষিকার গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন স্কুল ছাত্রী

Image

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুনের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে এক স্কুল ছাত্রী। নিহত স্কুল ছাত্রীর নাম উম্মে রুকাইয়া। সে শৈলকূপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। রুকাইয়া শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: জবির পাঁচ শিক্ষকের বিপরীতে একজন ছুটিতে
প্রত্যাক্ষদর্শীরা জানান, স্কুলে ক্লাস শেষ করে রুকাইয়া বাসার দিকে যাচ্ছিল। এসময় হঠাৎ একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সে গুরুতর আহত হলে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। পরে ঢাকায় রুকাইয়া মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। মেয়েটা দৌড়িয়ে রাস্তা পার হচ্ছিল। গাড়ির গতি বেশি থাকায় ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে।’
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।