ইবি শিক্ষার্থীকে হল থেকে নামিয়ে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি

Image

ইবি প্রতিনিধি,৩ এপ্রিল ২০২৩: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লালন শাহ হলে এক আবাসিক শিক্ষার্থীকে তার কক্ষ থেকে বের করে দেয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে আমরা তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। ইতোমধ্যে প্রজ্ঞাপন দিয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটিতে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও হলের আবাসিক শিক্ষক ড. পার্থ সারথি লস্কর এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শরিফুল ইসলাম।

এর আগে গত ৩০ মার্চ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহাদী হাসানকে তার বৈধ সিট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের চার কর্মীর বিরুদ্ধে।

পরে ১ এপ্রিল হল প্রভোস্ট বরাবর এক লিখিত অভিযোগে ভুক্তভোগী তার আবাসিকতা সুনিশ্চিত, হয়রানি করার জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।