ইবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হতে পারে আগামী সপ্তাহে

Image

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামী সপ্তাহে ‘জেনারেল এডমিশন কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইবি উপাচার্য শেখ আবদুস সালাম খুলনাতে অবস্থান করছেন। সেজন্য জেনারেল এডমিশন কমিটির সভা করা যায়নি। উপাচার্য ক্যাম্পাসে ফেরার পর দ্রুত সময়ে ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আবেদন যোগ্যতা, পরীক্ষার তারিখ, আবেদনের সময়সীমা নির্ধারণসহ যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন:গুচ্ছভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ এপ্রিল, পরীক্ষা ২৭ এপ্রিল থেকে

ওই সূত্র আরও জানিয়েছে, রোজার ঈদের আগে ইবির ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। ঈদের পর পরই পরীক্ষা আয়োজন করা হতে পারে। আগামী সপ্তাহে ভর্তি কমিটির সভা হওয়ার কথা রয়েছে। সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এবার আমরা এককভাবে ভর্তি পরীক্ষা নেব। পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত আমাদের জেনারেল এডমিশন কমিটির সভা ডাকা হবে। সভা না হওয়ায় পর্যন্ত কবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।