নিজস্ব প্রতিবেদক,১৪ ডিসেম্বর ২০২২:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির পঞ্চম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধা তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৯ জন, ‘বি’ ইউনিটে ৬০৯ জন ও ‘সি’ ইউনিটে ৪৩৩ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। একইসঙ্গে চতুর্থ মেধার মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে।
আরো পড়ুন: ২২ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম ধাপের ভর্তি শুরু দুপুরে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের আজ ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফি প্রদান করে প্রাথমিক ভর্তি আবেদন সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে মূল কাগজপত্রও জমা দিতে হবে। প্রথমিক ভর্তি আবেদনের পর নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি মূল কাগজপত্র জমা না দেয় তবে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, ভর্তি ও মেধাতালিকা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।