ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ভূমি আইন অধ্যয়ন: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক ওয়েবিনার হয়েছে। রোববার সন্ধ্যায় ওয়েবিনারটি হয়। বিভাগের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ এর আয়োজন করে।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এছাড়াও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন, বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. সেলিম তোহা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সভাপতি ক্রিশ্চিন রিচার্ডসন বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী নওরীন নুসরাত।
ওয়েবিনারে আলোচকরা ভূমি আইন অধ্যয়নের ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সাথে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ খোলার প্রয়োজনীয়তা, এর বিস্তৃত কর্মপরিসর এবং সম্ভবনাময় ভবিষ্যতের বিষয়ে আলোকপাত করেন।