থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

Image

অনলাইন ডেস্ক,১৫ অক্টোবর, ২০২১ঃ
দেশের বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ার খবর আসছে। গ্রাহকদের কাছ থেকে এমন তথ্য পাওয়া যাচ্ছে। এর ফলে বিপাকে পড়তে হচ্ছে তাদের। সংশ্লিষ্টরা বলছেন, কারিগরি ত্রুটির কারণে এমন অবস্থা তৈরি হতে পারে।

আরো পড়ুনঃ আজ থেকে ভারতে পর্যটন ভিসা চালু

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার আজ শুক্রবার সকালে শিক্ষাবার্তাকে বলেন, ‘আমি সকালে জানতে পেরেছি, আমাদের থ্রিজি এবং ফোরজি ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরকে নির্দেশনা দিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য। তারা এরই মধ্যে বিঘ্নিত হওয়ার কারণ চিহ্নিত করতে পেরেছে। আশা করছি, শিগশিরই ইন্টারনেট সেবা স্বাভাবিক হবে।’

অপারেটর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এই অচলাবস্থা দ্রুতই কেটে যাবে। বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বক্তব্য পাওয়া যায়নি।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা থেকে মাহফুজ নামের এক গ্রাহক বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই দেখি, ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। এর পর থেকে কয়েকবার ফোন বন্ধ আর চালু করলাম। কিন্তু, হচ্ছে না। আরও কয়েকজনের সঙ্গে কথা বললাম। তাদেরও একই অবস্থা। সেজন্য ওয়াইফাই কার্ড কিনে আনলাম বাজার থেকে। ওয়াইফাই চলছে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।