শিবিরের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ইডেন মহিলা কলেজের পাঁচ ছাত্রীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক শওকত আকবর আসামিদের আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম সত্যপদ সিকদার এ রিমান্ড মঞ্জুর করেন।
ছাত্রীরা হলেন- রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের সাদিয়া আফরিন ওরফে সীমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের মোসা. উম্মে ছালমা ঝুমা, ইসলামিক শিক্ষার দ্বিতীয় বর্ষের ফৌজি আক্তার, নাসরিন সুলতানা এবং মাকসুদা খাতুন।
রিমান্ড আবেদনে বলা হয়, আটক এই পাঁচ শিক্ষার্থী শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের সংগঠনের সঙ্গে কে বা কারা জড়িত, তাদের আর্থিক জোগানদাতা কে বা কারা, সংগঠনের বই লিফলেট উদ্ধার, তাদের পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
গত রোববার রাতে কলেজ কর্তৃপক্ষ ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালিয়ে প্রথমে দুই ছাত্রীকে আটক করে। পরে আরও তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই জব্দ করা হয়।