নিজস্ব প্রতিবেদক,৩ মে ২০২৩: এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় সারাদেশে ৬১ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা চারজন শিক্ষকও বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষা অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে বুধবার বিকেলে এসব তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম।
আরো পড়ুন: নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সরকারের নতুন নির্দেশনা জারি
বুধবার তৃতীয় দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসির ইংরেজি পত্র পরীক্ষায় অংশ নেন ১৫ লাখ ২০ হাজার ১৩৬ জন শিক্ষার্থী।
জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৮১২ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭৯৩ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩০১ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯৮৬ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৯২৫ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১১৪ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ১৮২ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ১০ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১৪ জন, চট্টগ্রাম বোর্ডে ৩ জন, রাজশাহী বোর্ডে ৬ জন, কুমিল্লা বোর্ডে ৬ জন, যশোর বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ৯ জন, দিনাজপুর বোর্ডে ৫ জন, সিলেট বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিকে সিলেট বোর্ডের কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা চারজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
আগামী রোববার নয়টি সাধারণ বোর্ডের এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।