আবারো ইবি’র আইন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি ঃ আবারো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও মুসলিম বিধান বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিবার্য কারণবশতঃ এ বোর্ডটি স্থগিত করে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রাশিদুজ্জামান খান সাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানিয়েছে। এইবার নিয়ে তিনবার এ বোডর্টি স্থগিত হল।

প্রেস বার্তায় আরোও বলা হয়েছে, আজ রোববার ২ আগস্ট পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আইন বিভাগের প্রভাষক পদের এই নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারনঃবশত এই স্থগিত করা হয়েছে। বোর্ডের পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে জনানো হবে।

উল্লেখ্য, আড়াই বছর আগের প্লানিং ও বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে নতুন করে এই নিয়েগের পায়তারা জন্য বিভাগটির অধিকাংশ শিক্ষক এ বোর্ডটিকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন। ফলে গত বছরের ২৮ অক্টোবর ও ২৭ জুন আইন ও মুসলিম বিধান বিভাগের এই নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্ত একই কারনে গত দু’বারের মত এবারও স্থগিত হয়ে যায়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।