ডেস্ক | ৩০ আগস্ট , ২০২১
তালেবানের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে ও মেয়েদের একই শ্রেণিকক্ষে পড়ানো যাবে না। তবে নারীরা এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবেন। তালেবান আরো জানিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আকুন্দজাদা শিগগিরই জনসমক্ষে আসবেন। বর্তমানে কান্দাহারে অবস্থান করছেন তিনি।
এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটল। স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যার দিকে কাবুল বিমানবন্দরের অদূরে আবাসিক ভবনে একটি রকেট আঘাত হানে। এতে এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। প্রায় একই সময়ে কাবুলে বিস্ফোরক পদার্থবোঝাই একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ড্রোন হামলার সঙ্গে আবাসিক ভবনে বিস্ফোরণের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা গতকাল রাত ১টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।