প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মো. আব্দুস সামাদকে অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ডিজির অপসারণ ছাড়া কাজে ফিরবেন না তারা। এদিকে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে মুখে অফিসে আসেননি ডিজি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে অধিদপ্তরের ভেতর অবস্থান নিয়ে তারা এ কর্মবিরতি পালন করছেন। এর আগে গতকাল মঙ্গলবার একই দাবিতে সমাবেশ করেন তারা। এরপর ডিজির রুমে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা ও কমচারী।
আরো পড়ুন: প্রাথমিকের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল নিয়ে যা বললেন সচিব
তারা জানান, বিগত সরকারের আমলে জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যোগদান করেন বর্তমান মহাপরিচালক আব্দুস সামাদ। যোগদানের পর থেকেই তার কর্তৃত্ববাদী আচরণ ও আওয়ামীপ্রীতি প্রাথমিক শিক্ষা প্রশাসনকে ক্ষত-বিক্ষত করছে। তার নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভ দানা বেঁধে উঠেছে। সকল কর্মকর্তা-কর্মচারী ঐক্যবন্ধ হয়ে মহাপরিচালকের দ্রুত অপসারণ দাবি করছেন।