আনন্দ-উচ্ছ্বাসে হলে ফিরল ইবি শিক্ষার্থীরা

Image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর প্রতীক্ষার পর আবাসিক হলে ফিরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে হলগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় হলে উঠতে আসা শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় প্রশাসন। শিক্ষার্থীরাও দীর্ঘ দিন পর হলে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বঙ্গবন্ধু হলে সকালে শিক্ষার্থীদের হাতে ফুল, চকলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন তার সঙ্গে ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এতদিন পর হল খুলতে পেরে শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও খুব আনন্দিত। নিরাপদ থাকতে শিক্ষার্থীদেকে স্বাস্থ্য সচেতন হতে হবে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।