ডেস্ক,২২ জুলাই:
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব বোনাসের সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই টাকা আজ বুধবার (২২ জুলাই) সরকারি সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ব্যাংকে পাঠানো হবে।
এর আগে গত সোমবার জিও জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও বা সরকারি আদেশ জারি হয়েছে। আজ (বুধবার) অর্থ নির্ধারিত চারটি ব্যাংকে পাঠানো হবে। ঈদের আগেই শিক্ষক-কর্মচারীরা বোনাসের অর্থ হাতে পাবেন বলে জানানো হয়েছে।
জানা গেছে, শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতা দেয়ার প্রস্তাব অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে অনুমোদনও দেয়া হয়েছে। এখন বোনাসের চেক ব্যাংকগুলোতে পাঠানো হচ্ছে। এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে বোনাস ভাতা পাবেন।
জানা গেছে, আগামী ১ আগস্ট সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা।