ডেস্ক,২৯ অক্টোবর ২০২১ঃ
আগের দিন দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন নুরুল হাসান সোহান। নিজের ব্যাটিংয়ে উন্নতি করার আত্মবিশ্বাসের কথাও শুনিয়েছিলেন। তবে আজ অন্তত তিনি সেই সুযোগটা পাচ্ছেন না। উন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একাদশে তার নাম নেই। এর কারণ অবশ্য অনুশীলনের সময় বল লেগে তলপেটের নিচের দিকে পাওয়া চোট।
আরো খবরঃ কেমন হবে বাংলাদেশের আজকের একাদশ?
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দুবাই স্পোর্টস সিটির আইসিসি ক্রিকেট একাডেমিতে ব্যাটিং অনুশীলনের সময় তাসকিনের একটি বল নুরুলের তলপেটের নিচে আঘাত করে। প্রথমে অবস্থা গুরুতর মনে হলেও পরে আবার কোনো সমস্যা ছাড়াই ব্যাটিং অনুশীলন করেছিলেন নুরুল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও খেলেছেন। ১৮ বলে ১৬ রানের পাশাপাশি পুরো ম্যাচ কিপিং করেছেন।
কিন্তু উইন্ডিজ ম্যাচের আগমুহূর্তে সেই চোট তাকে ভোগাচ্ছে। গত রাতে নুরুলের ব্যথা আরও বেড়েছে। গতকাল রাতেই স্ক্যান করানো হয়েছে। সেই রিপোর্টও ভালো আসেনি। দলীয় সূত্রে জানা গেছে, তিনি আজ একাদশে নেই। আপাতত তাকে তিন দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। যে কারণে আজ উইকেটের পেছনে দাঁড়াতে পারেন লিটন দাস কিংবা মুশফিকুর রহিম। যদিও মুশফিক এই ফরম্যাটে কিপিং ছেড়েছেন।