আগামী সপ্তাহের এইচএসসি পরীক্ষাও স্থগিত হচ্ছে!

Image

এইচএসসি ও সমমানের আগামী সপ্তাহের পরীক্ষাও স্থগিত করা হচ্ছে। স্থগিত হলে এ পরীক্ষার সময়সূচিও পরে জানানো হবে। আগের সূচি অনুযায়ী ৪ আগস্টের একটি পরীক্ষাই বাকি ছিলো। এর আগে তিন দফায় এ বছরের আটটি পরীক্ষা স্থগিত করা হয়।

এদিকে, বুধবার (৩১ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়াম্যান তপন কুমার সরকার দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে বলেছেন সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার জানিয়ে দেয়া হবে।

এর আগে ১ আগস্ট পর্যন্ত ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিলো। তবে ৪ আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয় খুলছে রবিবার

সে সময় চিঠিতে আন্তশিক্ষা বোর্ড বলছে, ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠাতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আগামী ৪ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। সে সময় বলা হয়, সব বোর্ডের অধীনে ২১ জুলাই ও পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

কিন্তু চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের ১৮ জুলাই জানানো হয় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
প্রসঙ্গত, ৩০ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট শেষ হওয়ার কথা ছিলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।