অস্ত্রসহ মহিলা লীগ নেত্রী রুপা আটক

Image

চুয়াডাঙ্গায় অবৈধ এয়ারগান, একাধিক পাসপোর্ট ও জমি বিক্রির নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ মহিলা লীগ নেত্রী রুপা খাতুনকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে রুপার বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি এবং অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে। এর আগে ভোরে চুয়াডাঙ্গা শহরের তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আমাদের জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার কাছ থেকে একটি এয়ারগান, একটি হাঁসুয়া, একটি বঁটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় মদের বোতলসহ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া যায়।

তিনি আরও বলেন, রুপা খাতুন জানিয়েছেন টাকাগুলো জমি বিক্রির। পরে অবশ্য তিনি জমি বিক্রির প্রয়োজনীয় প্রমাণাদিও দেখিয়েছেন। শুক্রবার দুপুরে রুপার বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি এবং অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নারীদের দিয়ে অনৈতিক কাজ, মাদক ব্যবসা, প্রতারণাসহ আরও যেসব অভিযোগ শোনা যাচ্ছে; সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।