অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত ইবি শিক্ষার্থীরা

Image

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বেশ কয়েকদিন যাবত তীব্র গরম ও অসহনীয় লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। প্রচন্ড গরমের সাথে অতিরিক্ত লোডশেডিং নাজেহাল করে তুলেছে শিক্ষার্থীদের। আবাসিক হলগুলোতে লোডশেডিংয়ের মাত্রা তুলনামূলক কম হলেও অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে আশপাশের এলাকার লোডশেডিংয়ের পরিস্থিতি। প্রতিদিন ক্যাম্পাসে ৩ থেকে ৪ ঘন্টা লোডশেডিং হলেও পার্শ্ববর্তী এলাকা সমূহে সেটি ৮ থেকে ৯ ঘণ্টা।

খোঁজ নিয়ে জানা যায়, দেশে বিদ্যুতের চাহিদা ১৬ হাজার মেগাওয়াটের কাছাকাছি হলেও বর্তমানে উৎপাদন সক্ষমতা আছে প্রায় ২৮ হাজার মেগাওয়াট। তবে বর্তমানে দৈনিক গড়ে ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ায় লোডশেডিং করতে হচ্ছে প্রায় ২ থেকে ৩ হাজার মেগাওয়াটের মতো। দেশব্যাপী বিদ্যুৎ উৎপাদনের এই ঘাটতির কারণে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।